যেদিন তুমি ফিরিয়ে দিলে
ইচ্ছে কিংবা অনিচ্ছেতে,
হন্যে হয়ে সারাটি দিন
ঘুরছি কেবল মনের ভুলে,
কষ্ট পাওয়ার নষ্ট বোধে
যাচ্ছি হয়ে বাউন্ডুলে।।
সুখগুলো সব রাখলে তুমি
যত্ন করে আগল দিয়ে,
আমার রইল দূঃখের নদী
নিরবধি যাচ্ছে বয়ে।।
ভালোবাসার লিখছি চিঠি
যত্ন করে রঙ্গীন খামে,
বুঝতে পেরে মধ্যরাতে
ইলশেগুড়ী বৃষ্টি নামে।।
পারবে চিঠি ফিরিয়ে দিতে
ভালোবাসার পুরোন দিন?
ভাবনাগুলো খাচ্ছে কুরে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন