কেউ কাছে , কেউ কাছে থেকে দূরে,
মনের আগলে দুর্বৃত্তের হাতছানি,
ভিষন হরতাল আজ অন্তঃপুরে।
মনলোকে সানাই বিষাদের
বেজে চলে অবিরাম ,
নান দুঃখ আর অবসাদে।
দঃখের কবিতা শোকের জলে
প্রতিদিন আমাদের মনলোকে
নদী গড়ে চলে ,
ভালোবাসার মুল্যে কেনা
অনেক ঘৃনার ফুলরাশী
নিজের কাছেই অচেনা।
আজ অন্তঃপুরে হরতাল
অচেনা চেনা মুখের বোলচালে
মনের গহীনে আকাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন