জনপ্রিয় পোস্টসমূহ

শনিবার, ৭ মে, ২০১১

একই জীবনের কথকথা

By Wasiquzzaman Oni · Sunday, April 24, 2011
আমাদের পাথর সময়
বন্ধুর পথে ছুটে চলা ,
বাসে বা ট্রেনে বিষন্ন মুখ ,
কায় ক্লেশে জীবনটা টেনে যাওয়া।
বুকে হেটে,
খেটে খুঁটে ,
ফিরে যাওয়া প্রতিদিন
একই ঠিকানায় ।
সুখের ঘর বাধা
অলীক কল্পনায় ।
কত চাওয়া এই জীবনের ?
আশার সীমানা কোথায় ?
প্রতিদিন একই রকম ,
জীবন জীবনে হারায় ।
দিন শুরু আলুভাজী রুটি ,
বাসে ট্রেনে বাদুর ঝোলা ,
সারাদিন কলমপেষা ,
বেঁচে থাকার ছলা কলা ।
যখন সন্ধ্যে ঘনায় ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন