কবি নজরুল কে বোধহয় সবাই ভুলেই গেছে। এদেশে আজ দায়সারা ভাবে জাতীয় কবি নজরুলের জন্মদিন পালন করা হয়। কবিতা নিয়ে সবাই সরগরম নানা ফরামে, গ্রুপে কিন্তু নজরুল নিয়ে অতটা নয়, রবীন্দ্রনাথের কুঠীবাড়ীর রঙ আদিতে নিয়ে যাবার বেলায় আন্দোলন হয় কিন্তু নজরুলের কথা কেউ মনে করেন না। এদেশে বদমাশ রাজনৈতিক ব্যক্তিদের জন্মদিন বা মৃতুদিন বেশ ঘটা করে পালন করা হয়। আমাদের ত্যাগী বিদ্রোহী কবির কপালে সেই স্বম্মান নেই। আজ বড় দুক্ষ পেলাম এসব দায়সারা অভিনয় দেখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন