জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৯ মে, ২০১১

আয় আজ তোকে স্বপ্ন দেখাই


আয় আজ তোকে স্বপ্ন দেখাই ,
ধানের শীষে সোনা রঙের আভায় রাঙ্গা ঝক ঝকে ভোর দেখাই ,
নৌকার পালে ফুলে ওঠা বাতাসের গান শোনাই ,
মেটে রঙের পথ কেমন সবুজের বুক চিরে একে বেকে চলে যায় ,
সুপোরী গাছেরা কেন সারী সারী দাঁড়িয়ে থাকে তা দেখাই ,
পুরোনো বট কেমন মাটি আকড়ে থাকে আর
রূপালী নদীতে কেমন করে আরো রুপালী মাছেরা ঝিলিক মারে
তার সবটুকু দেখাই ।
আমার ঘাড়ে চড়ে যাবি
বৈরাগীর বাজারের হাটে?
বাতাসা খাবি?
মোষের লড়াই দেখবি?
তোর শৈষব কেড়ে নেয়া
ইটকাঠের শহরের নোনা ধরা দেয়াল,
কাধ ঝুলে যাওয়া ঢাউস স্কুলের ব্যাগ
আর কম্পিউটারের নানারঙ্গা জানালাটা।
বাক্সবন্দী জানালাটা তোর পৃথিবী কে
এই এত্তটুকুন করে দিলো।
আমার সাথে চল বাবা
তোকে নিয়ে যাই
আমার ফেলে আসা শৈষবে ।
তালের পাখায় বাতাস খাবি,
জলার ধারে শুভ্র বকেরা কেমন মাছ ধরে খায় দেখবি,
বাঁশির সুরে রাখাল ছেলেরা কেমন বহুদুর পর্যন্ত সুরের খেলা খেলে,
খেজুরের রস খাবি ভোরের রোদে,
কুয়াশা ভেজা মাঠে খালি পায়ে হাটবি,
মজা পুকুরে শাপলা তুলবি আর
দেখবি গরুর গাড়ী ছাপা শাড়িতে ঢেকে কেমন করে
নায়ৈর যায় গায়ের বধুরা?
তোর যান্ত্রিক জানালা আর স্কুলের বইয়ে
এর কথা যে কিছু নেই,
বাবা একটি বার চল আমার সাথে
দেখে আসবি,
মানুষেরা কেমন অল্পতে সুখী ,
কেমন করে হাসে, ভালোবাসে...............।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন