কালের যোয়াল
মেঘ রোদ্দুরের আঁকিবুঁকি খেলা চলে ,
সবুজ কখনো গাড় সবুজ
আবার কখন হলদে সোনালী ,
তার মাঝে কাদাপানি খেলা ।
হালের গরুতে কালের যোয়াল ,
মাঝে মাঝে উড়ে বেড়ায়
উড়ুক্কু পতঙ্গ আর পতঙ্গভুক পাখী ,
ধানের ডগা আঁকড়ে ধরে শুঁয়োপোকা ,
মেঘের আড়ে ঢাকা পড়ে বেলা।
প্রকৃতি মুধু ঢালে সযতনে
তার মাঝে পুতুল খেলে মানব মানবী,
রোষের আগুনে পুড়ে ডুরে ছাপা শাড়ী,
ঘর পুড়ে ছাই, মন মরে অযথাই,
আবার মানব সংসারে জন্মে
রাম কিংবা রাবণ, দলে দলে।
বিমুঢ় ভাবনায় অনেকের মাঝে
কেউ একা হয়ে যায়,
কারো হাসিতে হৃদয় নাচে,
বেঁচে থাকা সুখের নতুবা দুঃখের
বিবেচনা শুধুই বিবেচকের।
কালের যোয়ালে সব বাঁধা পড়ে,
হালের গরু, কিলবিল শুয়োপোকা,
কিংবা মানুষের দঙ্গল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন