জনপ্রিয় পোস্টসমূহ

শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

 


সেখানে পথের ধারে ঘাসের পারে

অকারন মন খারাপে পাখনা মেলে
ভাবতে গিয়ে ভাবনাগুলো কেমন করে
ডুবসাঁতারে যায় হারিয়ে অতল জলে ।

সেখানে মেঘভরা ঐ আকাশ জুড়ে
উড়ে যায় একলা পাখি আপন মনে
চলে যায় কোন সুদুরে কেমন করে
ঘরেতে ফিরিতে গিয়ে মনের ভুলে ।

উচাটন


 সকালের গায়ে মৃদু রোদ্দুর,

মেঠো পথ ধরে হাটা বহুদূর।

ঝক ঝকে চোখ, ঝর্নার জল,

পাতা মরমর প্রীয় বনতল।

তুলো তুলো মেঘ, আকাশের মন

নীল নীলিমায় শুধু উচাটন,

পাখির ডানা, যাযাবরি ছল,

মায়া মায়া চোখ ছাওয়া মনতল।


০৫-০২-২০২২