জনপ্রিয় পোস্টসমূহ

শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

উচাটন


 সকালের গায়ে মৃদু রোদ্দুর,

মেঠো পথ ধরে হাটা বহুদূর।

ঝক ঝকে চোখ, ঝর্নার জল,

পাতা মরমর প্রীয় বনতল।

তুলো তুলো মেঘ, আকাশের মন

নীল নীলিমায় শুধু উচাটন,

পাখির ডানা, যাযাবরি ছল,

মায়া মায়া চোখ ছাওয়া মনতল।


০৫-০২-২০২২


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন