জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১১

জীবন


শত সহস্র হূলিয়াতে তার করবে বংশনাশ,

স্কন্ধে জড়ানো মৃত্যুর জপমালা,


 হাসি হুঙ্কারে বিবশ বিবরে্‌

আপন মনেতে খেলে যাই এই খেলা।

জীবনের মানে শুধু বেচে থাকা নয়

নয় শুধু হাসি খেলা,

জীবনের মানে বোঝাতে বুঝিতে

কেটে যায় শুধু বেলা।

জীবনের মানে তোমার আঘাতে

আমার রক্তপাত,

আমার ঘরেতে আধার লুকায়ে

তোমারে দেই প্রভাত। (ক্রমশঃ)

মানুষের পরাজয়


মানতে চাইনা
মেনে নিতে হয়
প্রতিদিন পরাজয়।
কখোন সিমি কখোন রুমানা
নানা রুপে দেখি
মানুষের পরাজয়।
দানবেরা আজ
ঘরে প্রানতরে
শুষে নেয় প্রান
অবলিলা ভরে ।
সমাজের বুলি এই ফাকতালে
অযথাই করে চেচামেচি,
মানুষের গড়া এই সমাজে
মানুষ হলো যে অশুচী ।
তোমরা গড়লে মানব মানবী
তোমাদের হোক জয় ,
চারিদিক খুজি 
দেখে শত পরাজয় ,
সবাই মানুষ দেখলেও
বলি এ কিছুতে মানুষ নয়।
মানব মানবীতে
জগতটা ভরা...

আজ অন্তঃপূরে হরতাল

কেউ কাছে , কেউ কাছে থেকে দূরে,
মনের আগলে দুর্বৃত্তের হাতছানি,
ভিষন হরতাল আজ অন্তঃপুরে।
মনলোকে সানাই বিষাদের
বেজে চলে অবিরাম ,
নান দুঃখ আর অবসাদে।
দঃখের কবিতা শোকের জলে
প্রতিদিন আমাদের মনলোকে
নদী গড়ে চলে ,
ভালোবাসার মুল্যে কেনা
অনেক ঘৃনার ফুলরাশী
নিজের কাছেই অচেনা।
আজ অন্তঃপুরে হরতাল 
অচেনা চেনা মুখের বোলচালে
মনের গহীনে আকাল।