জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১১

জীবন


শত সহস্র হূলিয়াতে তার করবে বংশনাশ,

স্কন্ধে জড়ানো মৃত্যুর জপমালা,


 হাসি হুঙ্কারে বিবশ বিবরে্‌

আপন মনেতে খেলে যাই এই খেলা।

জীবনের মানে শুধু বেচে থাকা নয়

নয় শুধু হাসি খেলা,

জীবনের মানে বোঝাতে বুঝিতে

কেটে যায় শুধু বেলা।

জীবনের মানে তোমার আঘাতে

আমার রক্তপাত,

আমার ঘরেতে আধার লুকায়ে

তোমারে দেই প্রভাত। (ক্রমশঃ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন