জনপ্রিয় পোস্টসমূহ

বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১১

মানুষের পরাজয়


মানতে চাইনা
মেনে নিতে হয়
প্রতিদিন পরাজয়।
কখোন সিমি কখোন রুমানা
নানা রুপে দেখি
মানুষের পরাজয়।
দানবেরা আজ
ঘরে প্রানতরে
শুষে নেয় প্রান
অবলিলা ভরে ।
সমাজের বুলি এই ফাকতালে
অযথাই করে চেচামেচি,
মানুষের গড়া এই সমাজে
মানুষ হলো যে অশুচী ।
তোমরা গড়লে মানব মানবী
তোমাদের হোক জয় ,
চারিদিক খুজি 
দেখে শত পরাজয় ,
সবাই মানুষ দেখলেও
বলি এ কিছুতে মানুষ নয়।
মানব মানবীতে
জগতটা ভরা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন