ভূমিকম্প হয়েছে, সর্বত্র সুনামি সতর্ক বার্তা,
চারদিকে ব্যাস্ততা, আগোছালো ত্রস্ততা,
ডানা ঝাপটায় গছের চুড়োয় বসা শ্যনদৃষ্টি শকুন,
আহা এসেছে মহেন্দ্রক্ষন, নানা স্বাদের লাশ মিলবে,
শেয়ালের দলও বসে নেই, লোল ঝরা জিভে ধার দেয়,
সামনে আছে মস্ত ফিষ্টি।
বিধাতাও বুঝি মুচকি হাসেন,
মাঝে মাঝে পক্ষ নেন,
সুনামি দিয়ে ভুলিয়ে দেন,
আমাদের সাগরেরা, রুনীরা বিনা বিচারে মরে যায়,
গাড়ী ভর্তি টাকা নিয়ে বেরসিক ড্রাইভার ঝামেলা করে,
দেশকর্তারা বেশ লুটে পুটে খান,
পিশাচেরা পুড়িয়ে মারে ছোট ছোট শিশু
,
বার বছরের বালিকাও মরে যায় পিশাচী লালসায়,
গণতন্ত্রের গালভরা বুলী মাথা ঠুকরায়,
ভোটের দামে কেনা নানা যন্ত্রনায়।
তার সব ভুলে যায় রঙ্গে রঙ্গীন টাকায় গড়া উজবুক বাক্সেরা,
মাইক্রোফোন হাতে খবরের খোজ অযথাই।
এর সব কিছু ভুলে গিয়ে সবাই ব্যস্ত সুনামী আসবে,
আহা কিছু লোক মারা যাবে, ভেসে যাবে ফসলী জমি।
কেউ কেউ আবার মস্ত খুশী,
রিলিফ ফান্ডে জমবে বিদেশী সাহায্য,
ভুরিভোজের তোফা আয়োজন।
মানব সৃষ্ট জঙ্গলে আমরা হিংস্র পশুদের ভিড়ে,
লোভি লোভী চক্করে ঘুরপাক খাই,
আমরা সর্বংসহা, সব সইতে পারি,
দুমুঠো ভাতের পেটে লাথি পড়বে বলে
আবিরাম তালে দিয়ে যাই তাল,
হয়ে যাই মদো মাতাল।